Wellcome to National Portal
বিয়াম ফাউন্ডেশন, ঢাকা জনপ্রশাসন মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ নভেম্বর ২০২১

উদ্দেশ্য

  • প্রশাসন ক্যাডারসহ উন্নয়ন ও ব্যবস্থাপনা কার্যক্রমে নিয়োজিত সরকারের সর্বস্তরের কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিকল্পে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  • উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করা।
  • সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে মূল্যবোধ, সততা, কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও দেশাত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে উপযুক্ত প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়ন ও প্রশিক্ষণ কোর্স পরিচালনার মাধ্যমে তা বাস্তবায়ন করা।
  • সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদি, শিক্ষা ও গবেষণাধর্মী অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণসহ বিয়ামের স্থাপনা ও সেবাসমূহ ব্যবহার করতে দেয়া।
  • চাহিদার ভিত্তিতে সরকারী/বেসরকারী এবং এনজিও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন ও পরিচালনা করা।
  • উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে সরকার এবং বিভিন্ন সংস্থাকে পরামর্শ এবং সেবা প্রদান করা। 
  • যোগ্য নাগরিক তথা মেধাবী জাতি গঠনের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি মাধ্যমে কোয়ালিটি এডুকেশন প্রদানের লক্ষ্যে স্কুল পরিচালনা করা।